নিজস্ব সংবাদদাতা: প্রত্যেক বছর ২৬ জানুয়ারি দিনটিকে ভারতবাসী প্রজাতন্ত্র দিবস হিসাবে অত্যন্ত গর্বের সাথে ধুমধাম করে পালন করে থাকে। তবে জানেন কি কেনও ২৬ জানুয়ারি দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়? ভারত ইংরেজ শাসন থেকে মুক্তি পায় ১৯৪৭ সালের ১৫ আগস্ট। তবে ভারতে সংবিধান গ্রহণ হয় ১৯৫০ সালে। ভারতের সংবিধান ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে কার্যকর করা হয়। গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত। অর্থাৎ এই দিন থেকে সংবিধান ভারতকে একটি সার্বভৌমিক প্রজাতন্ত্রে পরিবর্তন করে। ফলে ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।