নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই একের পর এক অশান্তির আঁচ। শান্ত হয়নি বাংলাদেশ বরং সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের ঘটনায় আরো উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মা পাড়ের এই দেশ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যাবতীয় শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এই সরকার।
বাংলাদেশের ক্রমাগত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর বেড়ে চলেছে অত্যাচারের ঘটনা। গ্রেপ্তার করা হয়েছে ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপর থেকে যেন আরো আলোরিত হয়েছে বাংলাদেশ। এদেশে চলছে ক্রমাগত প্রতিবাদ। তার মাঝেই ভারতের পতাকা পদদলিত করার ছবির সামনে এসেছে।
অন্যদিকে সেদেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতের সমস্ত কিছু বর্জন করার ডাক দেওয়া হয়েছে। এমনকি জয় বাংলা স্লোগান বর্জন করা হবে বলেও জানা গিয়েছে। ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার এ খবর শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।
রাজনৈতিক অরাজনৈতিক ক্ষেত্রে চলছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ। এর মাঝে মৌলবাদীরা বারবার নানান কাঁটায় বিদ্ধ করছে ভারতকে। যোগ্য জবাব দিতে কোনও কোনও চিকিৎসক বাংলাদেশি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। সীমান্তে যাতে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। আর এই সবের মাঝে ইউনূসের নামে পড়লো বিতর্কিত পোস্টার।
গতকাল শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছিলেন আগে জাতীয় পতাকার সম্মান তারপর রোগী দেখা। তার জাতীয় পতাকাকে সম্মান করে তবেই চেম্বারে এসে ঢুকতে পারবেন। বিশেষত বাংলাদেশী রোগীদের জন্য তিনি এই নির্দেশ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। এবার শিলিগুড়ি শহরে দেখা গেল মহম্মদ ইউনূস বিরোধী পোস্টার।
মহম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেলেও শান্তি রক্ষা করতে ব্যর্থ এমন গুঞ্জন উঠেছে বিভিন্ন মহল থেকে। এবার শিলিগুড়ি শহরের চারিদিকে ছেয়ে গেল মহম্মদ ইউনূস এর নামে পোস্টার। সেখানে লেখা রয়েছে, ‘এই ছবিতে থুতু ফেলুন’। কোথাও আবার লেখা রয়েছে ‘আমার মুখে জুতা মারুন’। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে।