বল তুলতে গিয়ে খালে তলিয়ে গেল যুবক! একদিন পেরিয়ে গেলেও উদ্ধার হল না দেহ

তুলতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল মধ্যমগ্রামে। জলে তলিয়ে গেলেন ২০ বছরের তরুণ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মারা যাওয়ার সংখ্যা রাজ্যে। নেহাৎ কম নয়। এবার বল  তুলতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল মধ্যমগ্রামে। জলে তলিয়ে গেলেন ২০ বছরের তরুণ। মর্মান্তিক এই ঘটনা মধ্যমগ্রামে ঘটেছে বলে জানা গিয়েছে। মধ্যমগ্রাম থানার দিয়ারা গ্রামে নোয়াই খালে এক যুবক  বল তুলতে গিয়ে তলিয়ে গেলেন। 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয় না।  খেলার সময় বল নোয়াই খালে পড়ে যায়। সেই সময় ঋষভ কুণ্ডু নামের তরুণ বল তুলে যান। তারপরেই জলে তলিয়ে যান। ঘটনায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পুলিশকে ঘিরে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।  গ্রামবাসীদের দাবি, দ্রুত উদ্ধারকাজ করতে হবে। পুলিশ উদ্ধারকাজের জন্য ব্যারাকপুরের বিশেষ দলকে নিয়ে আসে। তবে এখনও  পর্যন্ত  তরুণের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বেশ কিছু বছর আগে এই মধ্যমগ্রামের বসুনগর এলাকায় জলে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। আর এবার ফের সেই ছায়াই ফিরল এই জেলায়।