২৭ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার যুবক

রানিতলা থানা পুলিশের বড়সড় সাফল্য ২৭০ গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানিতলা থানার পুলিশ। ২৭ লক্ষ টাকারও বেশি মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক।

author-image
Jaita Chowdhury
New Update
1662739483_new-project-24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের রানিতলা থানা পুলিশের বড়সড় সাফল্য ২৭০ গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানিতলা থানার পুলিশ। ২৭ লক্ষ টাকারও বেশি মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলার থানার বালিগ্রাম ইটভাটা সংলগ্ন এলাকা থেকে। ধৃতের নাম জাহিদুল শেখ। তাঁর বাড়ি ভগবানগোলা থানার অন্তর্গত চর লবনগোলা এলাকায়।

 

জানা গেছে, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে রানিতলা থানার পুলিস বালিগ্রাম ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এক ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপর ঘটনাস্থল থেকে জানানো হয় রানিতলার ভারপ্রাপ্ত আধিকারিক অর্জিত ঘোষ এবং ভগবানগোলা এসডিপিও ডক্টর উত্তম গড়াই ও সিআই মানস দাসকে। তারপরে পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ২৭০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ ।

 

সূত্রের খবর, জাহিদুল শেখ নামে ওই ব্যক্তি হেরোইন ভগবানগোলা থানার কালোখালি এলাকার এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। শুক্রবার ধৃত ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। এই হেরোইন পাচারের সঙ্গে আর কারা জড়িত? সেই বিষয়ে তদন্ত শুরু করে দেখছে রানিতলার থানার পুলিশ।