দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'মাটি বাঁচাও', এই বার্তা নিয়ে সাইকেলে কয়েকদিন আগে যাত্রা শুরু করেছিল বীরভূমের সাঁইতা এলাকার বাসিন্দা অঙ্কিত দত্ত।৬ জুন বীরভূমের সাঁইতা থেকে সাইকেল চালিয়ে কলকাতা হয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রমের পর অবশেষে এসে পৌঁছোলো ডেবরায়। ডেবরার এসডিপিও অফিসে রাতে আশ্রয় নেয় অঙ্কিত। রাতে খাওয়া দাওয়া সেরে সকালে ডেবরা থেকে ওড়িশার জলেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়।সাইকেল যাত্রা শেষ হবে কোয়েম্বাটুরে।শুধু 'মাটি বাঁচাও' এই বার্তা নিয়ে সাইকেল যাত্রা অঙ্কিতের।