নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার জেলা পুলিশের তৎপরতায়, বাংলায় এটিএম জালিয়াতি করতে এসে গারদে ঠাঁই মিলল যোগী রাজ্যের তিন জালিয়াতের। জালিয়াতি করে সেই, পয়সায় প্রমোদ ভ্রমনে বেরিয়েছিলেন উত্তর প্রদেশের লখনউ এর প্রতাপগড় জেলার তিন জালিয়াত। কিন্তু বাংলার পুলিশ তাদের সেই অভিসন্ধি নস্যাৎ করে দেয়। পাশাপাশি পুলিশের তৎপরতায় ফাঁস হল এটিএম জালিয়াতির অভিনব ফন্দি।
ঘটনায় ধৃত অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি নতুন ঝাঁ চকচকে রেজিস্ট্রেশন বিহীন বিলাসবহুল গাড়ি, ৪৮ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৫টি এটিএম ব্লকার স্টিক, সেলোটেপ, নগদ ৪ হাজার টাকা ও তিনটি স্মার্ট ফোন। জেলা পুলিশের দাবি তিন দুষ্কৃতীর এই দল উত্তর প্রদেশ থেকে এটিএম জালিয়াতি করতে করতে অসমের গুয়াহাটি যাচ্ছিল।
উত্তরপ্রদেশ থেকে বাংলার আলিপুরদুয়ার পর্যন্ত গোটা পথে প্ৰতি ৩০ থেকে ৪০ কিলোমিটার বাদে বাদে গ্রামীণ এলাকায় বেশ ভালো রকমের জালিয়াতি করে বেশকিছু টাকা হাতিয়ে কামাখ্যাগুড়ি পৌছায় রবিবার সন্ধ্যায়। সেখানে পৌঁছে জাল পাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। জাল পাতার পরেই সেখানে তাদের পাতা ফাঁদে পা দেয় এক যুবক। এটিএম এ টাকা নেই এই অভিনয় করে ওই যুবকের এটিএম কার্ড পাল্টে দেয় তারা।
প্রাথমিক অবস্থায় ওই যুবক কিছু টের না পেলেও খানিক পরেই তাঁর সন্দেহ হওয়াতে তিনি এটিএম কার্ডটি বের করে দেখেন যে, একই ব্যাঙ্কের কার্ড হলেও, তাতে তাঁর নাম নেই। বিষয়টি নজরে আসতেই তিনি কালবিলম্ব না করে সটান কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলেন।
পুলিশ দ্রুত ওই যুবক কে নিয়ে এটিএম এ গেলে দুই জালিয়াত কে ধরে ফেলে। গাড়ি নিয়ে পালিয়ে যায় অপর এক জালিয়াত। সঙ্গে সঙ্গে পুলিশ আশেপাশের সমস্ত জায়গায় নাকা পয়েন্ট গুলোকে সতর্ক করে দেয়, এবং ওই যুবকের সঙ্গীদের কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে সেটিকে ট্রেকিং করতে শুরু করে।
পালিয়ে যাওয়া দুষ্কৃতী কোচবিহারের রসিকবিল হয়ে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি এলাকায় পৌঁছলে সেখানকার নাকা চেকিং এ ধরা পরে যায়। এরপর তাকে কামাখ্যাগুড়ি ফাঁড়িতে এনে, তিন জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করবে।
আলিপুরদুয়ার এর এসডিপিও শ্রীনিবাস এমপি জানান, তিনজন আসামী যাদেরকে ধরা হয়েছে তাদের নাম হলো অনিল সরোজ, সুনীল সরোজ, বিপিন কুমার সিং। এদের তিন জনের বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। এরা ৫ তারিখ উত্তর প্রদেশ থেকে বেরিয়েছে বেরিয়ে বিহারের পূর্ণিয়া হয়ে কলকাতা হয়ে দার্জিলিং সেখানে ঘুরে এসব কাজ করে গতকাল কামাখ্যাগুড়িতে ধরা পড়েছে।