নিজস্ব সংবাদদাতা: এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তীব্র কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগেও এনাদের যোগী আদিত্যনাথ 'চাচা-ভাতিজা' বলেই সম্বোধন করেছিলেন। অভিযোগ এনেছিলেন যে বিহারে জঙ্গলরাজ চালিয়েছে রাষ্ট্রীয় জনতা দল।
এক মুহূর্তের জন্যও রেহাই দেননি তাদের। রাজনীতির ময়দানে এহেন বিরূপ মন্তব্য এই প্রথম একেবারেই নয়। এর আগেও এই ধরণের মন্তব্য বহুবার শোনা গেছে। সামনেই বিধানসভা নির্বাচন। তাই বিরোধী পক্ষকে ঘায়েল করার অস্ত্র ছাড়তে চাননি উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। এবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্ণৌ-এর এক জনসভায় বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ".মানুষ আগে কেন নিয়োগপত্র পায়নি?
কারণ ছিল তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। 'চাচা ভাতিজা' মানুষের থেকে টাকা নিতে ব্যস্ত ছিলেন। আজ, রাজ্যের কিছু জেলায় এই মানুষরূপী নেকড়েরা যারা মানুষদেরই খাবার হিসেবে খায়, তারা রাজত্ব করতে চাইছে। ২০১৭ সালের আগেও একই অবস্থা ছিল। এই লোকেরাই একইভাবে চাঁদা তুলে তোলাবাজি করে দেশের ও সমাজের সর্বনাশ করত। তাদের মধ্যে মহাভারতের সব চরিত্র বিরাজমান ছিল।"