নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল বারাণসীর স্বরভেদ মহামন্দিরে শতাব্দী মহোৎসবে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “প্রতিটি কাজ দেশের নামে হওয়া উচিত, আমাদের ব্যক্তিগত অস্তিত্ব নেই। আমাদের জাতি নিরাপদ থাকলে আমাদের ধর্মও নিরাপদ, এবং আমাদের ধর্ম নিরাপদ থাকলে আমরা সবাই নিরাপদ থাকব।”
যোগী আদিত্যনাথ আরও বলেন যে, জাতির কল্যাণে সবার মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই জন্য তিনি একে অপরকে সহমর্মিতা, সম্মান ও ভালোবাসার ভিত্তিতে একসাথে কাজ করতে আহ্বান করেন। মন্দিরের এই মহোৎসবে যোগদান করার মাধ্যমে তিনি ধর্মীয় ঐক্য ও সামাজিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।