গতকাল CBI, আজ আবার পূর্ব মেদিনীপুরে NIA তদন্তকারী দল! এই মুহূর্তের বড় খবর

পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়া খুনের মামলায় তদন্তে এলো এন আই-এর আধিকারিক দল।

author-image
Probha Rani Das
New Update
ghdjjkkq20.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়া খুনের মামলায় তদন্তে এলো এন আই-এর আধিকারিক দল। ২০২৩ মে মাসে ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়া কে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে।

ghdjjkkq21.jpg

ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন । পরিবারের লোকজন এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

ghdjjkkq22.jpg

এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর হয়েছিল এবং তাদের সবাই তৃণমূল নেতা। নিহত বিজয় কৃষ্ণ ভূইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগ পত্রে এই ঘটনার ষড়যন্ত্র কারি হিসেবে নাম  রয়েছে তমলুকের তৃণমূল বিধায়ক তথা প্রাপ্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, ময়নার প্রাপ্তন বিধায়ক সংগ্রাম দুইল ও তৃণমূল নেতা শেক সাজাহান। 

Add 1