আগামীকাল থেকে রাজ্যের ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি

জুলাই মাসের শেষে বাংলায় ভালোই বৃষ্টি হচ্ছে।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই বাংলায় শুরু হবে ভারী বৃৃষ্টিপাত। যার যেরে বাংলার ৭ জেলায় জারি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

imd: IMD issues 'heavy to very heavy rainfall' alert for these states - The  Economic Times

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা- সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

IMD issues heavy rainfall alert for Kerala's 10 districts | Check details |  Latest News India - Hindustan Times

আরও জানা গিয়েছে যে, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Adddd