ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত! মহালয়া থেকেই জারি করা হল হলুদ সতর্কতা

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rain  in tamil nadu.jpg

নিজস্ব সংবাদদাতা: রাত পার হলেই মহালয়া। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ  সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। । পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলাতেও  হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মহালয়ার দিন   কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের এই ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।  পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

heavy rainfall1.jpg

তবে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। । উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আকাশে মঙ্গলবার বিকেল থেকেই কালো মেঘ। বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া গেলেও বৃষ্টিপাত সেভাবে হয়নি। 

 tamacha4.jpeg