নিজস্ব সংবাদদাতা: ইনজেকশন দেওয়ার পরেই অসুস্থ একাধিক প্রসূতি। অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । রোগীর পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই এই ঘটনা । খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক হাসপাতালে। 'ভুল ইনজেকশন' বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ।
সোমবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি বেশ কয়েকজন রোগীকে সন্ধেবেলা তিনটে করে ইনজেকশন দেওয়া হয় । রোগীদের পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই একাধিক প্রসূতি অসুস্থ বোধ করতে থাকেন। দাবি শুরু হয় শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ও কাঁপুনি । প্রায় ২-১৫ জন প্রসূতি অসুস্থ হওয়ার খবর পেতেই ছুটে আসেন চিকিৎসকরা ।
গোটাবিষয়টি খতিয়ে দেখছে বিশেষজ্ঞ চিকিৎসকরা । ইনজেকশন দেওয়ার পরে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল? খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে তদন্ত কমিটি। ওই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ইনজেকশন দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে আপাতত ।
/anm-bengali/media/media_files/2025/03/05/LKltSdxLcfbmfhUoyekL.jpg)