নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পুরান মতে মুনি-ঋষিরা চৈত্র মাসে তীব্র দাবদাহ থেকে বাঁচতে ইন্দ্র দেবের শরণাপন্ন হয়ে বৃষ্টির জন্য ইন্দ্রপুজো করতেন। ইন্দ্র দেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি আশীর্বাদ হিসেবে দিতেন। সেই প্রথা মেনে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখর্দা গ্রামের শীতলা পুজোকে কেন্দ্র করে ইন্দ্র পুজো ও বিশ্বশান্তি যজ্ঞ করা হল আজ।
৩১ জন ব্রাহ্মণকে নিয়ে মন্ত্র পাঠ, শীতলা পুজো ও বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। সাধক পুজোক কিশোরী মিশ্র ও অভয়চরণ মিশ্র বলেন, "আমাদের দেশে যেভাবে অন্যায় অবিচার চলছে, বাতাসে যেভাবে দূষণ বাড়ছে, চাষিরা চাষ করতে পারছে না বৃষ্টির জন্য, তাই ইন্দ্র পুজো ও বিশ্বশান্তি যজ্ঞর মাধ্যমে বিশ্বের মঙ্গল কামনা করেছি। শান্তি ফিরুক সকলের হৃদয়ে এই প্রার্থনা যেন সত্যি হয় বিশ্বশান্তি যজ্ঞর মাধ্যমে"। প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করেছে গ্রামবাসীরা। প্রায় ১২০০০ গ্রামবাসীদের হাতে অন্ন প্রসাদ তুলে দেওয়া হবে।