সাপের ছোবলে মৃত্যু: কারণ কুসংস্কার!

ঝাড়গ্রামের দহবাড় এলাকায় এক মহিলা সাপের ছোবলে আহত হন। তৎক্ষণাৎ তাকে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলেও হয়তো প্রাণরক্ষা হতো সেই মহিলার। পরিবারের লোকজন তাকে নিয়ে যায় এলাকার এক গুনিনের কাছে।

author-image
Poulami Samanta
New Update
123

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম : 

গুনিনের শুভবুদ্ধি উদয়ের পরেও বাঁচানো গেলো না সাপে কামড়ানো এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের দহবাড় এলাকায়। পঞ্চাশ ঊর্ধ্ব ওই মহিলার নাম বিপাশা মাইতি। মৃতার ছেলে ঝন্টু মাইতি জানান, রান্নাঘরে রান্নার সময় এই ঘটনা ঘটে। শুকনো পাতার মধ্যে সাপটি কখন ঢুকে ছিল বিপাশা দেবী জানতেই পারেননি। সাপে কাটার পর পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে বিপাশা দেবীকে গ্রামেরই এক গুনিন এর কাছে নিয়ে যান। কিন্তু গুনিন বাড়ির লোকদের স্থানীয় হসপিটালে যাওয়ার উপদেশ দেন। সেইমত হসপিটালে আনার সময় বিপাশা দেবীর মৃত্যু হয়। সরকারের শত চেষ্টার পরেও গ্রামের কিছু মানুষের মধ্যে এখনও অন্ধ বিশ্বাস রয়ে গিয়েছে তার জ্বলন্ত প্রমাণ দহবাড় এলাকার ঘটনা। সাপে কামড়ানোর পর  স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে অবশ্য গুণীন নিজেই তাদের স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ দেন। তাও শেষ রক্ষা হয়নি।