রাত দখল করে ফেললেন নারীরা- এগরায় ক্ষুব্ধ নারীর চরম প্রতিবাদ

রাত দখল করে ফেললেন নারীরা।

author-image
Aniket
New Update
d

পূর্ব মেদিনীপুর : এগরা:  রাজ্যজুড়ে মহিলাদের রাত জেগে রাজপথ দখল। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন  নারী-স্বাধীনতা ও সুরক্ষার দাবীতে অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ধ্যে থেকে মধ্য রাত পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। 'উই ওয়ান্ট জাস্টিস'- এই  দাবিতে মহিলাদের প্রতিবাদ ও আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো'।

s

বুধবার রাতে মোমবাতি হাতে পথে নেমে প্রতিবাদ জানালো এলাকার মহিলারা।

s

এদিন এগরা শহরের দীঘা মোড় থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়ে এগরা শহর পরিক্রমা করে ফের দীঘা মোড়ে এসে শেষ হয়। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে কেঁপে ওঠে এগরা শহর। মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। রাতেই সাংবাদিক দের মুখোমুখি হয়ে এলাকার মহিলারা জানিয়েছেন, সরকার ও পুলিশ প্রশাসনকে নারী সুরক্ষার বিষয়ে আরো সংবেদনশীল এবং গুরুত্ব দিতে হবে। এই ঘটনায় শুধু একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত আছে। তাঁদেরকে খুঁজে বার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী তোলেন মহিলারা। তবে এদিন মহিলাদের সাথে এলাকার পুরুষেরাও এই প্রতিবাদ মিছিলে সামিল হন।