নারী সুরক্ষায় তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

৩০ টি ই-সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bnhmkjlp

File Picture

নিজস্ব সংবাদদাতা: নারী সুরক্ষার ওপর জোর দিয়ে এবার দুর্গা পূজায় বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নারী সুরক্ষার বিষয়টির ওপর জোর দেওয়া হল।

প্রসঙ্গত, প্রতিবছরই জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে আয়োজিত হয় এই দুর্গাপুজোর। যেখানে অংশ নেন পুলিশ পরিবারের সদস্য সদস্যা থেকে শুরু করে সাধারণ মানুষও। 

bvhgjjhkiuo

এছাড়াও এদিন জেলা পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ টি ই-সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী। একই সাথে জেলার তিনটি মহকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইভটিজিং রুখতে চালু করা হল তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। 

তিনি আরও জানান, পূজোর পরেই এই গ্রীন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিম গুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে। মূলত শিশু ও নারী সুরক্ষার ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহনে কি করণীয় সে বিষয়ে অবগত করা হবে স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেককে।

bghjkio87ii

পুজোর মুখে এই ধরনের পুলিশের ব্যবস্থায় খুশি শহরবাসী।

i