দিগ্বিজয় মাহালি, সবংঃ মদের দোকান খোলার অনুমতি মিলেছে। তবে এখনও চালু হয়নি ব্যবসা। কিন্তু এলাকায় মদের দোকান করা যাবে না, এই দাবিতে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে সোমবার। ঘটনাটি ঘটেছে সবং ব্লকের দশগ্রাম এলাকায়।
ঘটনায় খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে, তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা।তাদের দাবি ওই এলাকায় মদের দোকান খোলা হলে সমস্যা তৈরি হবে। মদ্যপানে আসক্ত হয়ে পড়বে যুব সমাজ।তাতে সংসারে অশান্তি বাড়বে। তাই এলাকায় গন্ডগোল যাতে না হয় সেজন্য মদের দোকান খুলতে দেওয়া যাবে না।
জানা গিয়েছে, দিন কয়েক আগেই মদ দোকান চালুর জন্য অনুমতি পেয়ে, এলাকায় দোকান ঘর তৈরির কাজ শুরু করেন এক ব্যবসায়ী। সেখানে দোকান চালুর প্রস্তুতি নিতেই শুরু হয় বিক্ষোভ। দোকানের মালিককে বার বার ফোন করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। অবশেষে তিনি ফোনই বন্ধ করে দেন।