আরামবাগে বেআইনি মদের কারবার, প্রতিবাদ মহিলাদের

আরামবাগে রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার। প্রতিবাদে সামিল স্থানীয় মহিলারা।

author-image
Jaita Chowdhury
New Update
মদ চাইলো স্বামী! প্রেমিকে মগ্ন স্ত্রী ঘাস মারা বিষ মেশালো তাতে! তারপর?

নিজস্ব সংবাদদাতা: আরামবাগে (Arambagh) বেআইনি মদের কারবারের প্রতিবাদে সামিল মহিলারা। টোটোতে করে মদ নিয়ে যাওয়ার সময় মহিলাদের প্রতিবাদ পথ জুরে। মদের বোতল রাস্তায় ভেঙে মহিলাদের প্রতিবাদ। 'মইগ্রামে স্কুলের আশপাশে বেআইনি মদের রমরমা কারবার'। অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে স্থানীয় মহিলাদের দাবি । পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ, পরে এক অভিযুক্ত আটক ।

অবৈধ মদ পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নাগাল্যান্ড পুলিশ