নিজস্ব সংবাদদাতা: আরামবাগে (Arambagh) বেআইনি মদের কারবারের প্রতিবাদে সামিল মহিলারা। টোটোতে করে মদ নিয়ে যাওয়ার সময় মহিলাদের প্রতিবাদ পথ জুরে। মদের বোতল রাস্তায় ভেঙে মহিলাদের প্রতিবাদ। 'মইগ্রামে স্কুলের আশপাশে বেআইনি মদের রমরমা কারবার'। অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে স্থানীয় মহিলাদের দাবি । পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ, পরে এক অভিযুক্ত আটক ।
/anm-bengali/media/post_banners/PlZ8FXPJBolVa6YQIc0G.jpg)