নিজস্ব সংবাদদাতা, মালদাঃ দেবীপক্ষের সূচনা হতেই মহালয়ার সকালে মহিলাদের নিয়ে তর্পণ অনুষ্ঠান পালন করল মালদার একটি যোগ সমিতি সংস্থা। এতদিন মহালয়ার সকালে পিতৃপক্ষের তর্পণে পুরুষদেরই নদীর ঘাটে নেমে অংশ নিতে দেখা গিয়েছে। কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়ে তর্পণ করার কর্মসূচি পালন করলো পুরাতন মালদার একটি যোগা সমিতি সংস্থা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ বুধবার মহালয়ার ভোরে পুরাতন মালদার মঙ্গলবাড়ী মহানন্দা ভবন ঘাট এলাকায় প্রায় ৫০ জন মহিলাদের উপস্থিতিতে তর্পণ করার কর্মসূচি পালন হয়। এই ঘাটে এদিন পিতৃপক্ষের তর্পণের ক্ষেত্রে বহু পুরুষেরা জমায়েত হয়েছিলেন। তাদের মধ্যে মহিলাদের নিয়ে তর্পণ অনুষ্ঠান অভিনব ভাবে পালিত হলো যোগ সমিতির পক্ষ থেকে।
যোগা সমিতির প্রশিক্ষক রতন চৌধুরী জানান , '' পিতৃ তর্পণের পাশাপাশি দেব তর্পণ এবং ঋষি তর্পণও করা হয়। শাস্ত্র অনুযায়ী, দেব তর্পণে মহিলারাও অংশ নিতে পারে। তারই প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই যোগা সমিতির পক্ষ থেকে মহিলা ও পুরুষদের নিয়ে তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ''