বিদায় বেলায় সিঁদুর খেলায় আর্যপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা

দশমী পুজো সেরে মহিলারা প্রথমে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মাতেন, এবারের মতো বিদায় জানান অশুভ শক্তি বিনাশিনী দেবী মা দুর্গাকে। বিদায় দেওয়ার পালা চলছে প্রায় প্রত্যেক পুজো মণ্ডপে।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতাঃ আজ বিজয়া দশমী। সকলের মন একটু ভার। বেশ কয়েকটি দিন আনন্দে মজায় কাটলো। মায়ের আগমনে সকলের মনস্কামনা পূর্ণ হল।

hiring.jpg

বহু প্রতিক্ষিত এই দুর্গাপুজোর জন্য সকলে অধীর অপেক্ষায় বসে থাকেন। তবে এবার মাকে বিদায় জানানোর পালা। তাই মণ্ডপে মণ্ডপে চলছে মহিলাদের দেবী বরণ।

w

বাদ নেই সিরিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি (আর্যপল্লী)-র মহিলারাও। তারাও তাদের পাড়ার দেবী প্রতিমাকে বরণ করে মিষ্টি মুখ করালেন। 

hiring 2.jpeg

শঙ্খধ্বনি, হুলুধ্বনির মধ্যে দিয়ে তারা দেবীকে পরম যত্নে বরণ করে নেন। যাওয়ার বেলায় তাদের কামনা ' আবার এসো মা '। তবে শুধু মা'ই নয়, সাথের কার্ত্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর এবং তাদের বাহনরাও, কেউই বাদ থাকেন না।

দ

তবে মন একটু ভারাক্রান্ত হলেও আগামী বছরে আবার মায়ের আগমনের আশায় বুক বাঁধি আমরা।

োোোোোোোো