নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ রাতের অন্ধকারে স্ত্রীকে গুলি (Gunshot) করে পালালো স্বামী। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ পাঁউশী এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল স্বামী দীপঙ্কর দলুই'র। আর এই অশান্তির পর স্ত্রী যমুনা দলুই নিজের বাপের বাড়িতে বসবাস করতে শুরু করে। এরপর বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর হাতে ও পায়ে গুলি করে পালিয়ে যায় স্বামী। এরপর পরিবারের সদস্যরা যমুনাকে গুরুতর জখম অবস্থায় ভূপতিনগর হাসপাতালে ভর্তি করে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।