নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ হাতে মাত্র আর কয়েকটা দিন। এর পরেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তাই এই মুহূর্তে চরম ব্যস্ততা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটুয়াপাড়ায়। এখানকার পটশিল্পীরা নাওয়াখাওয়া বাদ দিয়ে দিন রাত কাজ চালিয়ে যাচ্ছেন। কারণ, সামনেই দুর্গাপুজো। রাজ্য জুড়ে তারা তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে মেলায় মেলায় কোথাও পসরা, কোথাও আবার স্টল, কোথাও আবার কোথাও প্রদর্শনীতে ব্যস্ত হয়ে পড়ছে।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার এই পটশিল্প পৃথিবী বিখ্যাত। দেশ বিদেশের লোকের আনাগোনা হয় এই পট পাড়ায়। বর্তমানে এই পাড়ায় ২০০ জনের বেশী পটশিল্পী রয়েছেন। দর্গাপুজোর আগে তারা চরম ব্যস্ত ৷ টুপি, টি শার্ট, শাড়ী, চুড়িদার, কুর্তি, রুমাল, কাপপ্লেট,পাখা প্রভৃতিতে তাদের প্রকৃতি থেকে সংগ্রহ করা গাছ পালা থেকে তৈরী রঙের টান পড়ে। পাশাপাশি পটের বড় বড় ফ্রেমে ছবি আঁকাও হয়। তবে এই দুর্গাপুজোর মরশুমে দুর্গা মায়ের পটের ছবিও আঁকা চলছে নয়ায়।
এই সমস্ত জিনিস বানিয়ে মহালয়ার পর থেকেই তারা পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও মেলায় পসরা, কোথাও স্টল,আবার কোথাও প্রদর্শনীতে। বর্তমানে বেশ কয়েকজন শিল্পী মুম্বাই, দিল্লী, কলকাতায় ডাক পেয়েছেন দুর্গাপুজোর মন্ডপ তৈরির জন্য।
সূত্র মারফত জানা গিয়েছে যে, করোনা অতিমারীর সময় অনেকটাই পিছিয়ে পড়েছিল এই পটশিল্প। তবে করোনা অতিমারী কাটতেই এখন সব স্বাভাবিক হয়েছে।