নিজস্ব সংবাদদাতা: উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে অল্প কিছুদিনের মধ্যেই। এসপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি তা কোন দিকে যায় সেদিকেই নজর রাখছে আবহাওয়া দপ্তর। তবে এর জেরে বঙ্গে কমতে চলেছে তাপমাত্রা।
যা জানা যাচ্ছে, নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব দেখা যাবে। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। নভেম্বরের শেষে নয়; নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে এ রাজ্যে।
হাওয়া অভিস জানাচ্ছে, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে এ রাজ্যে। দু-একটি জেলার কোনও কোনও অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
তবে রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।