নিজস্ব সংবাদদাতা: উত্তুরে হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায়। রাজ্য জুড়ে শীতের আমেজ অবশেষে পড়েই গেল। মরশুমে প্রথমবার ২০-র নীচে কলকাতার পারদ নামলো। আর পশ্চিমের জেলাগুলি তো জানিয়েই দিল গরম পোশাক এবার নিতেই হবে। অবশেষে বাংলায় আগমণ শীতের।
যা জানা যাচ্ছে, আজ কলকাতার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল এই তাপমাত্রা আরও নামবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলে ১৪-১৫ ডিগ্রির ঘরে পারদ ওঠা নামা করছে। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে কমেছে, পুরুলিয়ার তাপমাত্রা। আজ পুরুলিয়ার পারদ নেমে গেল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় পুরুলিয়াতে ১৪ ডিগ্রির ঘরে ছিল পারদ। হাওয়া অফিস বলছে আগামী ২ থেকে ৩ দিনে আরও কিছুটা নামবে পারা। আর সবটাই হচ্ছে উত্তুরে হাওয়ার কারণে। এদিন সকালের দিকে ১৯-এর ঘরে নেমে যায় কলকাতার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পারদ পতন দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৯৩ শতাংশের আশপাশে।