নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর লন্ডন সফর ঘিরে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হলেও, সফর সমাপ্তির আগেই ভেসে আসছে এক সুখবর । বাম আমলে বন্ধ হয়ে যাওয়া কলকাতা ও লন্ডনের মধ্যেকার সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলেত সফরে গিয়ে বারবার এই নিয়ে দরবার করার পরই নবান্নে বিমানবন্দরের আধিকারিকদের নিয়ে হল বিশেষ বৈঠক ৷ এই বিমান চালু হলে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
/anm-bengali/media/post_banners/1G1Co5hZqmXEVszpp0Hh.jpg)
লন্ডন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কেবল হাইকমিশনের অনুষ্ঠানেই নন, বরং শিল্প সম্মেলনেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন । তিনি ব্রিটিশ এয়ারওয়েজকে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য বিশেষভাবে অনুরোধ জানান । শুধু তাই নয়, যাত্রী পরিবহণের শুরুতে প্রয়োজনে জ্বালানি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাবও রেখেছিলেন তিনি ।