তৃতীয় সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা তিলোত্তমায়, ‘টাটকা মাছের’ সন্ধানে এই উদ্যোগ বলছেন মন্ত্রী
‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন
সুফল বাংলা মৎস্য স্টলের প্রথম ক্রেতা কলকাতা পুরসভার মেয়র, সুলভে কিনলেন পছন্দের মাছ
বিকাশ ভবনের সামনে আরও নামল পুলিশ বাহিনী
বিকাশ ভবন- কিভাবে মারছে দেখুন, আমাদের কোনও অন্যায় নেই- চারিদিকে শুধু বাঁধভাঙা কান্না
বিকাশ ভবন- ফের ধুন্ধুমার, ফের লাঠিচার্জ পুলিশের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন?
এখনও ঝুলছে তালা, বিকাশ ভবনের সামনে রক্তারক্তিকাণ্ড
শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ- এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার

ছেলেরাও কি ফুটবলার হবে? ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে কী বললেন মেসি?

থিয়েগো সংগঠক, মাতিও মিডফিল্ডার, মেসির আরেক ছেলে চিরো কোন পজিশনে খেলে?

author-image
Jaita Chowdhury
New Update
ইন্দোনেশিয়ায় স্টেডিয়াম ধ্বংসের দায়ে ফুটবল কর্মকর্তাদের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা: লিয়োনেল মেসি (Lionel Messi)। এই নামটার জন্য বিশ্বের অগণিত ভক্ত খেলা দেখতে স্ক্রিনে চোখ রাখেন। কোটি কোটি যুবক ফুটবল খেলেন। মারাদোনাকে ঈশ্বরের বরপুত্র বলা হত। অনেকে মেসিকে ফুটবল মাঠের ঈশ্বরই মানেন। সেই মেসির নাবালক সন্তানরা (Sons) কি ফুটবল (Football) খেলা দেখে? মেসির তিন পুত্র। তাতে যে জবাব স্বয়ং মেসি দিয়েছেন তা শুনে হয়তো অনেক ক্লাবই এখন থেকে নজর রাখতে শুরু করবেন তাঁর সন্তানদের নিয়ে। সচিন টেন্ডুলকারের ছেলে সচিন হয়নি। সুনীল গাভাসকারের ছেলেও বাবার প্রতিভার সামনে দাঁডা়তে পারেননি। তবু বংশপরম্পরায় ক্রিকেটার হয়েছেন। অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের মতোই। তবে বাবা সিজার মালদিনি (Cesare Maldini) ও পুত্র পাওলো মালদিনির মতো খ্যাতনামা ফুটবলারের উদাহরণ একেবারে নেই তা নয়। ফুটবল বিশ্লেষকরা বলেন, ছেলে পাওলো মালদিনি (Paolo Maldini) বাবাকেও ছাপিয়ে গিয়েছেন। মেসি বললেন, তাঁর তিন ছেলেরই ফুটবল ধ্যানজ্ঞান। সারাক্ষণ তারা ফুটবল নিয়েই পড়ে থাকে। থিয়েগো (১২), মাতিও (১০), চিরো (৭)। সম্প্রতি সিম্পল ফুটবল নামে এক অনুষ্ঠানে সন্তানদের নিয়ে কথা বললেন আর্জেন্তিনার কিংবদন্তী।

মেসিকে নিয়ে জল্পনার অবসান

মেসি তো ফুটবল খেলে না? ফুটবল মাঠে কবিতা লেখে। নিখুঁত মাপা শট। কাব্যের ছন্দে পাস চলে যায়। কোন ছেলের মধ্যে সেরা প্রতিভা রয়েছে? বর্তমানে ইন্টার মায়ামির ফুটবলার মেসির বক্তব্য, ছেলেরা সারা দিন বল নিয়েই থাকে। প্রতিদিন অনুশীলন করে। ম্যাচ খেলে। আমি এখন একজনের নাম বললে পরে তারা বলবে কেন শুধু একজনের নাম বললে। মেসির বড় ছেলে থিয়েগো মিডফিল্ডার। মেসির কথায়, সে খুব চিন্তাশীল। ভালো সংগঠক। মেজো ছেলে মাতিও ফরোয়ার্ড। সে গোল করতে পছন্দ করে। বুদ্ধিমান। সাত বছরের ছেলে চিরো বিস্ফোরক। চ্যালেঞ্জ ছুড়ে দিতে পছন্দ করে। মেসির ছেলেরা কোন কোন ফুটবলারদের ভক্ত? মেসি জানালেন, তাঁর ছেলেরা কিলিয়ান এমবাপ্পে, ইয়ামাল লামিনে, রবার্ট লেওয়ানডস্কি, এলডিং হালান্ডের বিষয়ে কথা বলে। সবাইকে অনুসরণ করে।