নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ কাঁকসার গোপালপুরের মনেরকোঁন্দা এলাকায় ঢুকে পড়ল দুটি বুনো হাতি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। মনে করা হচ্ছে যে, সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকেছে হাতির দল।
/anm-bengali/media/post_attachments/6a3f1762-a34.png)
জানা গিয়েছে, খবর পেয়ে ভোর থেকেই তৎপর হয়ে উঠেছেন বন দফতরের কর্মীরা। গ্রামে বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলেই সঙ্গে সঙ্গে বন দফতরকে জানাতে বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
/anm-bengali/media/post_attachments/31dc4e3e-87d.png)
এছাড়াও, হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে স্থানীয়দের, তাদের জঙ্গলে যেতেও এখন নিষেধ করছে বন দফতর।