নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পেট্রোল পাম্পের মালিক, রয়েছে নিজস্ব ব্যবসা, থাকেন কলকাতাতে। সেই পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। বিরোধীরা বলছেন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ার জন্যই পেয়েছেন পাকা বাড়ি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বন্টন নিয়ে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডের ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প আর সেই পেট্রোল পাম্পে রয়েছে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আবাস যোজনার প্রাপক জ্যোৎস্না পান পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। শাসকদলের ভয়ে কেউ ক্যামেরার সামনে কিছু না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপি।
বিজেপির দাবি, পৌর চেয়ারম্যান দুর্গা শঙ্কর পানের ঘনিষ্ট হওয়ার জন্য পাম্প মালিক এবং ব্যবসা থাকতেও সরকারি বাড়ি পেয়েছেন। দাবি, যাদের মাথার উপর ছাদ নেই, সত্যি বাড়ি পাওয়ার যোগ্য যারা সেই গরীব মানুষের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে কিন্তু তৃণমূল নেতারা স্বজনপোষণ করে ধনী ব্যক্তিদের বাড়ি পাইয়ে দিচ্ছে। ক্ষীরপাই পৌরসভায় এই পেট্রোল পাম্প মালিকই শুধু নন, এরকম বহু অর্থবান মানুষ সরকারি বাড়ি পেয়ে বসবাস করছে। এই বিষয়ে পেট্রোল পাম্প মালিক প্রভাত পানের সাফাই, "আমার মাটির বাড়ি রয়েছে। আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে। বাড়ি পাওয়ার উপযুক্ত তাই আমি বাড়ি পেয়েছি"।বাড়ি নির্মাণ সম্পূর্ণ তবুও পৌর চেয়ারম্যানের আজব সাফাই, "দুটি কিস্তির টাকা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি"। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রকল্প নিয়ে অতীতে একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার। এই নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শহরেও শাসকদলের পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীদের তোলা স্বজনপোষণের অভিযোগ ও পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর সরকারি বাড়ি নিয়ে জোর শোরগোল চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে।
/anm-bengali/media/media_files/2025/03/17/BMFKrcF0JoIh9dXwaV6j.PNG)