শাশুড়ি বৌমার মধ্যে এমন সম্পর্ক - ঘরের ভেতর থেকে আওয়াজ শুনে গিয়ে যা দেখলো প্রতিবেশীরা, ছিঃ ছিঃ

হলদিয়ায় ৯০ বছরের শাশুড়িকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে বউমার বিরুদ্ধে মামলা, বৃদ্ধার ঝলসে যাওয়া দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : হলদিয়ার সুতাহাটার পার্বতীপুর গ্রামে এক নৃশংস ঘটনা ঘটে। ৯০ বছরের বৃদ্ধা রাজুবালা দাসকে তার বউমা পুতুলরানি দাস হাত-পা বেঁধে ঘরের মধ্যে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারেন। প্রতিবেশীরা জানান, সকালে বাজি ফাটার শব্দ শোনার পর তারা বিকট গন্ধ এবং কালো ধোঁয়া দেখতে পান, যা থেকে তারা বিপদ বুঝতে পারেন। একপর্যায়ে তাঁরা প্রতিবেশী বৃদ্ধার বাড়িতে গিয়ে ঘর থেকে বেরোনো ধোঁয়া এবং গন্ধের উৎস খুঁজে পান। ভিতরে ঢুকে তারা দেখতে পান, বৃদ্ধার ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে।

publive-image

স্থানীয় সূত্রে জানা গেছে, পুতুলরানি শাশুড়িকে সহ্য করতে পারতেন না এবং এর আগেও শাশুড়ির ওপর অত্যাচার করেছেন। তবে ওই ঘটনায় প্রতিবেশীদের মধ্যস্থতায় বিষয়টি মিটে গিয়েছিল। কিন্তু গতকাল, যখন বাড়িতে কেউ ছিল না, পুতুলরানি তার শাশুড়ির হাত-পা বেঁধে দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে দেয়।

Fire

প্রতিবেশীরা জানান, ঘরে দগ্ধ হওয়ার সময় শাশুড়ি সাহায্যের জন্য চিৎকার করলেও অভিযুক্ত বউমা দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলের দরজা সিল করে দিয়েছে এবং ময়নাতদন্তের জন্য দেহ হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্ত বউমার খোঁজে তল্লাশি শুরু করেছে।