নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর ১ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয় পরিবেশ বিষয়ক ওয়ার্কশপ এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠানের। এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি, পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র সহ আরও বিশিষ্ট জনেরা। সেখানেই মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি বলেন,"সমস্ত সিগারেটের প্যাকেটে লেখা ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু মায়েরা সকাল থেকে রান্নাঘরে থাকেন। সেখানে এতটাই ধোঁয়া থাকে যে রান্নার ঘর পর্যন্ত কালো হয়ে যায়। এর প্রভাব আমাদের মায়েদের ফুসফুসের ওপর পড়ে। আমাদের মায়েদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের কথা চিন্তা করে বিশেষ ধরনের চুলা তৈরির দিয়েছিলেন, যেখানে ধোঁয়া হয় না, মায়েদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় না। এরপরেই বিজ্ঞানীরা স্মোকলেস চুলা তৈরি করেন। "