জাল পাসপোর্ট কে যাচাই করে ? পুলিশ নাকি পুলিশ মন্ত্রী ? প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী

প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী।

author-image
Adrita
New Update
অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির আবাস বিক্ষোভ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ জাল পাসপোর্ট মামলায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, " আসাম ও ত্রিপুরায়ও অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীরা প্রবেশ করছে কিন্তু বিএসএফ তাদের ধরে ফেলছে এবং তারপরও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না। কিন্তু, পশ্চিমবঙ্গে, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।  পার্থক্য আছে, যখন সেখানে একজন অনুপ্রবেশকারী ধরা পড়ে, আসামের সরকারি প্রতিনিধি তাদের জন্য নথি তৈরি করে না কিন্তু এখানে তৃণমূল নেতারা এই সন্ত্রাসীদের নথি তৈরি করে। এই জাল পাসপোর্ট মামলায় পুলিশ জড়িত রয়েছে। ''

Agnimitra Paul | BJP Candidate Agnimitra Paul faces agitation TMC dgtld -  Anandabazar

তিনি আরও বলেন যে, ''  পাসপোর্ট যাচাই কে করে ? পুলিশ এটা করে নাকি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? "

123