তিহাড়ে অনুব্রত-সুকন্যা! রাজপ্রসাদের মতো বাড়িতে এখন থাকছে কে?

গরু পাচার মামলায় নিস্তার পাননি অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা। দুজনেই এখন তিহাড়ে। এদিকে তাঁদের ছাড়া খাঁ খাঁ করছে বীরভূমের বড় বাড়ি।

author-image
Anusmita Bhattacharya
New Update
anubratajail

নিজস্ব সংবাদদাতা: অগাস্ট মাসে গরু পাচার মামলায় (Cow Smuggling) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। এদিকে কেষ্ট-সুকন্যা না থাকায় কার্যত খাঁ খাঁ করছে তাঁদের বীরভূম (Birbhum) জেলার নীচুপট্টির বাড়ি। এত বড় বাড়িতে এখন কে থাকছেন? 

জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ কর্মী (Police Staff) রয়েছেন তাঁকে ছাড়া এখন আর সেই বাড়িতে কেউ নেই। তিনি একাই গোটা বাড়ি পাহারা দিচ্ছেন। অনুব্রতর বাড়ির কাছেই আবার ভাই সুব্রতর বাড়ি। কিন্তু সুকন্যার গ্রেফতারির পর থেকে তলানিতে ঠেকেছে দাদা-ভাইয়ের সম্পর্কের সমীকরণ।