মুখ্যমন্ত্রী মমতার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার!

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল তাকে। নাম শেখ নূর আমিন। সেই অভিযুক্ত আজ কোথায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-07-21 at 3.33.13 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হওয়া শেখ নূর আমিন গত কয়েক বছর আগেই ডেবরার বাড়ি ছেড়েছে। তার আদি বাড়ি ছিল ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের চন্ডীপুর গ্রামে। চার ভাই একসঙ্গেই থাকতো। শেখ নূর আমিন সেজ ভাই। বিয়ে করার পর থেকে আর গ্রামের বাড়িতে থাকে না।

মেদিনীপুর শহরে শ্বশুরবাড়িতেই থাকতো।এমনকি তিন বছর আগে ভোটার কার্ডও স্নানান্তর করে নিয়েছে। সংবাদ মাধ্যমে এই খবর দেখে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। যদিও এই মুহুর্তে পরিবারের কেউই এ ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না। তবে তাঁরা জানান যে ও আর এই বাড়িতে থাকে না। একটি অ্যাসবেসটাস লাগানো বাড়ি এবং নতুন পাকা বাড়ি তৈরী হয়েছে। তবে গ্রামবাসীর জানান যে ও ভালো ছেলে ছিল। এলাকাতেই পড়াশুনো করেছে। গত কয়েকবছর আর বাড়িতে আসেই না বললে চলে। কোনও অনুষ্ঠান হলেই বাড়িতে টুকটাক যাতায়াত করে। তবে সাময়িককালে কিছু শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছে গ্রামবাসীরা।