কবে নামবে শীত ? কি জানালো হাওয়া অফিস ?

কবে মিলবে শীতের দেখা ?

author-image
Adrita
New Update
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কত?

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৪ নভেম্বর, বৃৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া সূত্রে জানা গিয়েছে যে, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সব রাজ্যেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তারা আরও জানিয়েছেন যে, শুক্রবারের পর থেকে রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। 

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৪ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৫.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.৫০  কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম।  

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ১৩ নভেম্বর, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রী সেলসিয়াস। বঙ্গে শীতের আগমনের জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।