নিজস্ব সংবাদদাতাঃ বর্ষার অপেক্ষায় হাপিত্যেস করে বসে আছে বাংলা। প্রসঙ্গত যে, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে প্রবলভাবে, তবে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বর্ষার আগমন হবে বাংলায়।
তবে দিনের বেলায় তাপমাত্রা চড় চড় করে বেড়ে যায়। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দক্ষিণবঙ্গে বর্ষার দেখা না মিললেও, উত্তরবঙ্গে অতি বর্ষার কারণে ধস এবং বন্যার মত ঘটনা ঘটেছে।