বর্ষা এলেই ধসে যাচ্ছে রাস্তা, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
a

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বর্ষা এলেই প্রতিনিয়ত ধসে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের জোতঘনশ্যাম জিপির ডোঙ্গাভাঙ্গা এলাকার দূর্বাচটি খালপাড়। রাস্তা ধসে গিয়ে ক্রমশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক গ্রামেই প্রবেশ করতে পারেনা কোনও চার চাকার ছোট বড় গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করতে পারে না। এই বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় দাসপুর ব্লকের দুধকোমরা, খুকুড়দহ, খেপুতসহ একাধিক গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষকে। 

এলাকার মানুষের দাবি, বেশ কয়েক বছর আগে অবৈজ্ঞানিকভাবে দুর্বাচটি খাল সংস্কার করা হয়েছিল। তারপর থেকেই প্রতিনিয়ত ধসের কবলে চলে যাচ্ছে খাল পাড়। একটু একটু করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা ধসে যাচ্ছে । এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে বাড়ছে তীব্র ক্ষোভ। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন তারা।  

যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত বলেন, '' ঘটনার কথা আমরা জানি। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। রাস্তা মেরামতের কাজ দ্রুত শুরু হবে। ''