ব্রিজ সংস্কারের কাজ কবে শেষ, ভোগান্তিতে নিত্য যাত্রীরা

পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের কাজ চলছে। যার জেরে ঘুরপথে যাতায়াত। দোসর যানজট। ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-24 at 17.30.10

নিজস্ব সংবাদদাতা: বন্ধ বালি ব্রিজ (Bally Bridge Closed)। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল যান চলাচলে সমস্যা। নিত্য যাত্রীদের দুর্ভোগ। ২৩ জানুয়ারি ছুটির দিন অফিস যাত্রীর সংখ্যা কম ছিল। তবে শুক্রবার থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এদিন ঘোরতর সমস্যা পড়লেন বাসযাত্রী ও ট্রেনযাত্রীরা। বালি ব্রিজ সংস্কারের জন্য ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ব্রিজের একাংশের যান চলাচল বন্ধ। বাসগুলিতে মাত্রাতিরিক্ত ভিড়। সেই সঙ্গে বালি ব্রিজের একই লেন দিয়ে দু'মুখী যান চলাচলের জেরে প্রবল ট্রাফিক জ্যাম। আরও সমস্যায় নিত্য যাত্রীরা। বালি ও দক্ষিণেশ্বর চত্বরের বাসিন্দাদের চরম ভোগান্তি। হয়রানির শিকার নিত্য যাত্রীরা। 

বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম হয়রানির শিকার হলেন রোজকার যাত্রীরা। আগেই যান চলাচল নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহন দফতর। অনেকের কাছেই সেই বার্তা পৌঁছয়নি। যার জেরে নাকাল যাত্রীরা। 

উল্লেখ্য, পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের কাজ চলছে।  যার জেরে ঘুরপথে যাতায়াত। দোসর যানজট। অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।