ক্রস করতে গিয়েই বিপত্তি, মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়লো দুই বাইক আরোহী

পরিচয় সূত্রে জানা যায় বাইক চালক ও আরোহীর বাড়ি দাসপুরের গৌরা এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-11-26 at 09.22.00

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল পাঁশকুড়া সড়কের দিল্লির খাল লাগোয়া রাস্তায় বাইকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম ২ বাইক আরোহী। স্থানীয়দের প্রচেষ্টায় তড়িঘড়ি তাঁদের পাঠানো হল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। 

ঘটনার প্রত্যক্ষ দর্শীদের কাছ থেকে জানা যায়, পাস করার দিকে এক বাইক চালক এক আরোহীকে নিয়ে যাওয়ার সময় অপরদিকে ঘাটাল অভিমুখী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। আর তাতেই বাইক থেকে ছিটকে পড়ে চালকসহ আরোহী। 

ftugnm

গুরুতরভাবে জখম হয় বাইক চালক, অপরদিকে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের সামনের অংশটি একেবারে তুবড়ে যায়। পরিচয় সূত্রে জানা যায় বাইক চালক ও আরোহীর বাড়ি দাসপুরের গৌরা এলাকায়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন দাসপুর থানার পুলিশ।

fdgvn