নিজস্ব সংবাদদাতা : কয়লা খনিতে ধস, বেআইনি কয়লা খাদান, অবৈধ বালি খাদানের পর কী হচ্ছে এটা? ভিডিও পোস্ট করে দেখিয়ে দিলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর এলাকার অধীনে মাদাইপুর ওসিপিতে নদীর পাড়ে চলছে জেসিবি দিয়ে মাটি তোলা। ইসিএলের জায়গা! স্থানীয় প্রশাসনের মদত ছাড়াই হচ্ছে ? নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা।