নিজস্ব প্রতিনিধি, ডেবরা : মাস দুয়েক আগে হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় মৌজায় ক্যানেলের ধারে লক্ষ্য করা গিয়েছিল একটি জায়গা বাঁশ দিয়ে ঘিরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে। তার কিছুদিন পর তৃণমূলের পতাকা সরে গিয়ে পড়লো সরকারি বোর্ড। যেখানে লেখা ছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর ডেবরা ব্লক।ডেবরা ১ গ্রাম পঞ্চায়েত।ডেবরা পশ্চিম মেদিনীপুর।উল্লিখিত ভূমি সরকারি প্রকল্পে ব্যবহৃত হবে।আবার চমৎকার ভাবে হঠাৎ করেই সেই সরকারি বোর্ড উঠে গিয়ে ওই জায়গাতেই উড়ছে বিজেপির পতাকা।আর এখানেই প্রশ্ন উঠছে ডেবরার বাড়াগড়ের ওই জায়গাটায় হচ্ছেটা কী? যদিও এই বিষয়ে তৃণমূল, বিজেপি সব পক্ষই মুখে কুলুপ এঁটেছে। তাহলে কি সরকারের জমিতে রাজনৈতিক শক্তি দেখিয়ে দখলের চেষ্টা হচ্ছে? নাকি আগামীতে সরকারি জায়গা প্রোমোটারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।