নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নিয়ে এক প্রসূতির মৃত্যু এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। শনিবার স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধি দল হাজির হয় হাসপাতালে। তাঁরা আধিকারিক দের নিয়ে বৈঠক করে।
ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনে এলেন জুনিয়র ডাক্তাররা। ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন তাঁরা। বললেন, একটি স্পষ্ট নির্দেশিকা নেই। বাংলার যা গুরুতর পরিস্থিতি সেখানে আলোচনা করা জরুরী। তাঁরা সরাসরি প্রশ্ন তুললেন, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেফ্রোলজি, ২৪ ঘণ্টা রক্ত পরীক্ষার ব্যবস্থা কেন থাকবে না কেন?
প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে তদন্তের দায়িত্বভার বর্তেছে সিআইডির উপর। প্রাথমিক অনুসন্ধান করে সিআইডি তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারকে। তারপরই স্পষ্ট হবে বিষ স্যালাইনে এক প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতির অসুস্থ হওয়ার নেপথ্য কারণ।