বাজার দর : কী বলছেন ক্রেতা- বিক্রেতারা?

অগ্নিমূল্য বাজারদর। অব্যাহত রাজনীতি। কবে কমবে দাম? দায় কার? মানুষ খাবে কী? উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কী খাব আর কী খাব না? বাজার দর দেখে এমনটাই মনে হচ্ছে। সবজির দাম যেভাবে বাড়ছে তাতে মানুষ খাবে কী? মাছ - মাংসের দামও ঊর্ধ্বমুখী। লাগাম ছাড়া দামে উদ্বিগ্ন রাজ্যপালও। ক্যানিং থেকে ফেরার পথে ভাঙড়ের বাজার পরিদর্শন করেন সি ভি আনন্দ বোস। রোজের মেনুতে থাকা টমেটো-কাঁচা লঙ্কার দামে আগুন। ছোঁয়া যাচ্ছে না আলু-পটল-ঝিঙেও। কী অবস্থা জেলায়? পশ্চিম মেদিনীপুরের সবজি বাজারের ক্রেতা-বিক্রেতারা দাম নিয়ে কী বলছেন? দেখুন ভিডিও।