নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে পশ্চিম মেদিনীপুরে শুরু হল বৃষ্টি। দাঁতন, মোহনপুরসহ একাধিক এলাকায় ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গাতে উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি ও গাছ। শিলাবৃষ্টির কারণে ভেঙে গিয়েছে ঘরবাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। কয়েক মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দাঁতনের জেনকাপুর, মোহনপুরসহ একাধিক এলাকার বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/2025/03/21/R8Ks6vkZO9blcYVYxM34.jpeg)