সেচ দপ্তর এবং পূর্ত দপ্তরের অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল ভরাট!

কে করছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-02 at 7.19.14 PM

নিজস্ব প্রতিনিধি, ডেবরা: সেচ দপ্তরের কার্যালয় এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে ঢিল ছোড়া দুরত্বে অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল ভরাট চলছে, রবিবার একাধিক অফিস ছুটি, সেই সুযোগকে কাজে লাগিয়েই চলছে এই কাজ। 'আমাদের জায়গা নয়', জানিয়ে দেয় সেচ দপ্তর। অনুমতি না নিলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো পি ডব্লু ডি।

অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল মোরাম দিয়ে ভরিয়ে রাস্তা তৈরীর অভিযোগ এলো ডেবরায়। যদিও ব্যক্তির দাবী কাজ এখনও শুরু হয়নি। কাজ শুরু হয়ে গেলে অনুমতি নিয়ে নেবো। ডেবরার বাজার থেকে বালিচক যাওয়ার রাস্তায় পেপার মিলের কাছেই রাতের অন্ধকারে খাল মোরাম দিয়ে ভরিয়ে রাস্তা তৈরীর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও ক্যামেরার সামনে অকপটে বলছেন কাজ কিছুই হয়নি। অনুমতিও নেওয়া হয়নি।

প্রশ্ন উঠছে সেচ দপ্তরের কার্যালয় থেকে ৫০০ মিটার এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে ১০০ মিটার  দূরেই রাতের অন্ধকারে কীভাবে খাল ভরাট হচ্ছে? কার মদতে হচ্ছে? অনুমতি না নিয়েই বা কীভাবে কাজ করছেন ওই ব্যক্তি? 

যদিও এ বিষয়ে সেচ দপ্তর জানায় এই জায়গা তাদের অধীন নয়। এই জায়গা পূর্ত দপ্তরের। এ বিষয়ে এক্সুকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তর কেলেঘাট কৌশিক মন্ডল জানান, 'অনেক ফাইল আছে। ওদের অনুমতি আছে কিনা আমাকে দেখতে হবে। যদি না থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।