বিদ্যুৎ ফিরল শ্রীনগরে
পুঞ্চে সীমান্ত রেখা বরাবর ফের শোনা গেল বিস্ফোরণ, রইল ভিডিও
প্রতিটি পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, পাকিস্তানেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৫- ভারত নয় বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তর থেকেই- কি বলা হচ্ছে জানুন
BREAKING: ড্রোন আতঙ্কে বন্ধ ২৪ বিমানবন্দর! যাত্রীদের জন্য জারি সতর্কবার্তা
BREAKING: ভারতের ভয়ে থরহরি কম্প! ব্ল্যাক আউটের অন্ধকারে লুকিয়ে কে পাকিস্তান থেকে পালাতে চাইছে?
ফের পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে! আবার সম্পূর্ণ জম্মু জুড়ে ব্ল্যাকআউটের ঘোষণা
নিরাপত্তাকে গুরুত্ব, আগামী তিন দিন এই রাজ্যে বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ
আকাশে অন্ধ পাকিস্তান! ভারতের হামলায় ধ্বংস ফ্লাইং রাডার
BREAKING: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার প্রধান কার্যালয় গুড়িয়ে দিল ভারত

সেচ দপ্তর এবং পূর্ত দপ্তরের অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল ভরাট!

কে করছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-02 at 7.19.14 PM

নিজস্ব প্রতিনিধি, ডেবরা: সেচ দপ্তরের কার্যালয় এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে ঢিল ছোড়া দুরত্বে অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল ভরাট চলছে, রবিবার একাধিক অফিস ছুটি, সেই সুযোগকে কাজে লাগিয়েই চলছে এই কাজ। 'আমাদের জায়গা নয়', জানিয়ে দেয় সেচ দপ্তর। অনুমতি না নিলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো পি ডব্লু ডি।

অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল মোরাম দিয়ে ভরিয়ে রাস্তা তৈরীর অভিযোগ এলো ডেবরায়। যদিও ব্যক্তির দাবী কাজ এখনও শুরু হয়নি। কাজ শুরু হয়ে গেলে অনুমতি নিয়ে নেবো। ডেবরার বাজার থেকে বালিচক যাওয়ার রাস্তায় পেপার মিলের কাছেই রাতের অন্ধকারে খাল মোরাম দিয়ে ভরিয়ে রাস্তা তৈরীর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও ক্যামেরার সামনে অকপটে বলছেন কাজ কিছুই হয়নি। অনুমতিও নেওয়া হয়নি।

প্রশ্ন উঠছে সেচ দপ্তরের কার্যালয় থেকে ৫০০ মিটার এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে ১০০ মিটার  দূরেই রাতের অন্ধকারে কীভাবে খাল ভরাট হচ্ছে? কার মদতে হচ্ছে? অনুমতি না নিয়েই বা কীভাবে কাজ করছেন ওই ব্যক্তি? 

যদিও এ বিষয়ে সেচ দপ্তর জানায় এই জায়গা তাদের অধীন নয়। এই জায়গা পূর্ত দপ্তরের। এ বিষয়ে এক্সুকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তর কেলেঘাট কৌশিক মন্ডল জানান, 'অনেক ফাইল আছে। ওদের অনুমতি আছে কিনা আমাকে দেখতে হবে। যদি না থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।