দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন (Mobile Phone) মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা পুলিশের (Police) পক্ষ থেকে। মঙ্গলবার উদ্ধার হওয়া ৪০ টি ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকদের হাতে। এদিন উদ্ধার হওয়া ফোনের মালিকদের মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউসে ডেকে পাঠানো হয়। সেখানেই তাদের হাতে তুলে দেওয়া হয় ফোন।
জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজে হাতে উদ্ধার হওয়া ফোন তুলে দেন মালিকদের হাতে। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকেরা। অপরদিকে আগামী দিনে ফোন হারিয়ে গেলে বা চুরি হলে জেলা পুলিশের নতুন পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সবাই। বাড়ি থেকেই ‘খোঁজ’ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। অভিযোগ কোন পর্যায়ে রয়েছে তাও জানা যাবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার এই ‘খোঁজ’ নামক পোর্টালের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার পিনাকী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার খড়গপুর রানা মুখার্জী সহ অন্যান্যরা। এদিন ৩৫ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।