নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই কুয়াশাছন্ন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলার বিস্তৃর্ণ এলাকা। খানিকটা গরমের আবহাওয়া পড়তেই ঘরে ঘরে চলতে শুরু করেছে পাখা। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে বই কমছে না। অথচ এর মধ্যেই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তৃর্ণ এলাকায় কুয়াশার দাপট। এমনকি খড়গপুর কলকাতা ১৬ নং জাতীয় সড়কেও দেখা গেল কুয়াশার দাপট। লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে রাস্তায়। দৃশ্যমান্যতা অতিরিক্ত হারে কম। আজকে ওই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নীচে বলেই জানা যাচ্ছে। এই মুহুর্তে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। ডেবরা-পিংলা-সবং রাজ্য সড়কও কুয়াশাছন্ন বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/M1MpuxoCJDOkftacdxwk.jpg)