ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সতর্কতা জারি

দীর্ঘ অপেক্ষার পর বাংলায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ প্রবল ঝড় বৃষ্টির আভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
HEAVY RAIN.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ অপেক্ষার পর বাংলায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। চলতি সপ্তাহের শুরু থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী ব্রিস্তিপাত হয়েছে। আজও প্রবল ঝড় বৃষ্টির আভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

heavy.jpg

শনিবার সকাল থেকেই মেঘলা করে আছে আকাশ। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্রিস্তিপাত হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

cloud

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আজ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সেই আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা।

Add 1