শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন

তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন শিলিগুড়ির জেলা হাসপাতালে।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-24 at 20.38.13

নিজস্ব সংবাদদাতা: তিনদিনের উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। এদিন বাগডোগরা বিমানবন্দরে (Baghdogra Airport) নেমে তিনি সোজা চলে আসেন শিলিগুড়ির জেলা হাসপাতালে। হাসপাতালে পৌঁছে প্রথমে তিনি হাসপাতাল চত্বর পরিদর্শন করেন। পাশাপাশি ছ'মাস আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হওয়া ওয়ান স্টপ সেন্টারও ঘুরে দেখেন তিনি। এই ওয়ান স্টপ সেন্টার মূলত যে কোনও নির্যাতিত মহিলাদের চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক সাহায্যও প্রদান করে থাকে। 

এদিন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় জানান, তাঁদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। ফলে সেই সবকিছু খতিয়ে দেখতেই তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন। এই তিনদিনের সফরে তিনি শিলিগুড়ি, দার্জিলিং ও জলপাইগুড়ি যাবেন ও সেখানেও বিভিন্ন ওয়ান স্টপ সেন্টার গুলো পরিদর্শন করেবন।