নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে বর্ষা ঢুকছে পশ্চিমবঙ্গে। সেইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)-র তরফে। আজ সোমবার আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বর্ষা সক্রিয় পর্যায়ে রয়েছে। আজ একাধিক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম ও মেঘালয়ে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী (Heavy Rainfall) বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিকিম ও পশ্চিমবঙ্গে আগামী দু'দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের উত্তর-পূর্ব অংশ এবং বিহারের সংলগ্ন অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে।‘