নিজস্ব সংবাদদাতাঃ এখনও রাজ্যে কমেনি বর্ষার দাপট। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।